• Abhishek Banerjee: হাইকোর্টের নির্দেশের পর ইডির কাছে নথি জমা দিলেন অভিষেক
    আজকাল | ১১ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবারেই ইডির কাছে নথি, তথ্য জমা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।

    মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত সময় ছিল তাঁর কাছে। তার মধ্যে জমা না দিলে অভিষেকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে ইডি, এমনটাই মঙ্গলবার সন্ধেয় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই ইডির কাছে সমস্ত নথি জমা দিলেন অভিষেক। 

    লিপস অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত মামলায় ইডি অভিষেকের কাছে যা নথি চেয়েছিল মঙ্গলবার ১০ অক্টোবরের মধ্যে তা জমা দেওয়ার কথা ছিল অভিষেকের। গত ৫ অক্টোবর এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয়কুমারের বেঞ্চের নির্দেশ অনুযায়ী, অভিষেক যে নথি জমা দেবেন, তাতে যদি ইডি সন্তুষ্ট না হয়, তাহলে ফের তাঁকে হাজিরা দেওয়ার জন্য তলব করতে পারে। হাজিরার আগে অন্তত ৪৮ ঘণ্টা সময় দিতে হবে অভিষেককে। 

    মঙ্গলবার এই সংক্রান্ত মামলাটি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উঠলে ইডি জানায়, আজ সন্ধে পর্যন্ত অভিষেক কোনও নথি জমা দেননি। এরপরেই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, আদালতের নির্দেশ না মানলে ইডি অভিষেকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে। যদিও সময় পেরিয়ে যাওয়ার আগেই নথি জমা দিলেন অভিষেক। 
  • Link to this news (আজকাল)