• Narendra Modi : মহালয়ার ৪৮ ঘণ্টা আগে বিশেষ সফর, পরপর পুজো আচ্চায় মগ্ন থাকবেন মোদী
    এই সময় | ১১ অক্টোবর ২০২৩
  • মহালয়ার আগেই ১২ অক্টোবর দু'দিনের উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরকালীন সময়ে সেখানে ৪ হাজার ১৯৪ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন মোদী, জানানো হয়েছে একটি সরকারি বিবৃতিতে। আলমোরার জগেশ্বর ধামেও যাবেন প্রধানমন্ত্রী।প্রথমে যাবেন পিথাগোরা জেলায়। সেখানে মায়াবতী আশ্রমে থাকবেন মোদী। সেখানে থাকাকালীন চিন সীমান্তের কাছে অবস্থিত পবিত্র আদি কৈলাসেও যেতে পারেন তিনি। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য্য, আধ্যত্নিক তাৎপর্য রয়েছে এই স্থানের। প্রতি বছর বহু ভক্ত এখানে ভিড় জমান।মোদীর এই সফর নিয়ে পর্যটক-স্থানীয়দের মধ্যে বাড়ছে উত্তেজনার পারদ, স্পষ্ট ইঙ্গিত সরকারি বিবৃতিতে। মোদীর এই সফর শুধুমাত্র উত্তরাখণ্ডের পর্যটন শিল্পকেই হাওয়া দিচ্ছে না বরং দেশের প্রতিটি কোণে উন্নয়নের জোয়ার আনার প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণেও আরও জোরদার ইঙ্গিত বহন করে।দুই দিনের সফরে প্রধানমন্ত্রী বিয়াস উপত্যকায় অবস্থিত জোলিকাং পরিদর্শনের ইচ্ছাপ্রকাশ করেছেন। নির্বিঘ্নে প্রধানমন্ত্রীর সফর নিশ্চিত করতে চেষ্টার কোনও খামতি রাখছেন না স্থানীয় সরকারি আধিকারিকরা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। নিরাপত্তার ঘেরাটোপে মোড়া থাকবে এলাকা।প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে মধ্যপ্রদেশ, ছত্তীশগড়, রাজস্থান, তেলঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন। এর মধ্যে প্রথম চারটি রাজ্যে শনিবার (৩০ সেপ্টেম্বর) থেকে ছ'দিনের সফর সারেন মোদী। তাঁর এই কর্মসূচি চলে ৪ অক্টোবর বুধবার পর্যন্ত। কর্মসূচিতে কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের বিলাসপুরে 'পরিবর্তন যাত্রা'য় অংশ নেন তিনি। এর পর শহরের সায়েন্স কলেজ গ্রাউন্ডে 'পরিবর্তন মহাসঙ্কল্প' সভায় বক্তৃতা ভাষণ দেন।তেলঙ্গানার মেহবুবনগরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি, রাজধানী হায়দরাবাদে বিজেপির সভাও করেন মোদী। ওই রাজ্যে মূল লড়াই মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (KCR)-এর BRS, এবং কংগ্রেসের মধ্যে হলেও বিজেপিও ভালো ফলের বিষয়ে আশাবাদী। ২ অক্টোবর মোদী যান বিজেপি শাসিত মধ্য প্রদেশে। ওই রাজ্যের গোয়ালিয়রে একটি সভা করার পরে যান রাজস্থানে। ওই দিনই কংগ্রেস শাসিত ওই রাজ্যের চিতোরগড়ে তাঁর প্রচার কর্মসূচি ছিল। প্রসঙ্গত, ২০১৮-র বিধানসভা ভোটে জিতে মধ্য প্রদেশে কংগ্রেস ক্ষমতা দখল করলেও দেড় বছরের মাথাতেই জ্যোতিরাদিত্যের সাহায্যে দু'ডজন বিধায়ক ভাঙিয়ে কমল নাথের সরকারের পতন ঘটিয়েছিল বিজেপি। ৩ অক্টোবর তেলঙ্গানার নিজামাবাদ ও তার পরে লাগোয়া ছত্তিশগড়ের জগদলপুরে মোদীর জনসভা কর্মসূচি ছিল। এর পরে আবার মধ্যপ্রদেশ ঘুরে রাজস্থানে পৌঁছন তিনি। ৬ অক্টোবর মরুরাজ্যের কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গেহলটের শহর জোধপুরে বিজেপির সমাবেশে অংশ নেন।প্রধানমন্ত্রীর আরও খবর জানতে ফলো করুন, https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A।
  • Link to this news (এই সময়)