• ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, আন্দোলনের ডাক পড়ুয়াদের
    এই সময় | ১১ অক্টোবর ২০২৩
  • Siliguri News : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে। কাঠগড়ায় উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন সেই ছাত্রী। ঘটনার প্রতিবাদে আজ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের ডাক। সকাল থেকেই আন্দোলনের জেরে অচল হতে পারে বিশ্ববিদ্যালয়।সকাল সাড়ে দশটা থেকে পড়ুয়াদের তরফে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন এক ছাত্রী। বহুদিন ধরেই ওই অধ্যাপক যৌন হেনস্থা করছেন বলে অভিযোগ উঠেছে।বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়, ইউজিসি এর যৌন নির্যাতন সংক্রান্ত কমিটি ও রাজ্যের শিক্ষামন্ত্রীকেও লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রী। মঙ্গলবার রাতে বিষয়টি পড়ুয়াদের মধ্যে জানাজানি হয়। এরপরই আজ অধ্যাপকের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। আজ সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ হতে পারে বলে খবর।ছাত্রীর অভিযোগ, ওই অধ্যাপক নানাভাবে শরীরে হাত দিতো। এমনকি কুপ্রস্তাবও দিয়েছে। কাউকে জানালেন কেরিয়ার নষ্ট করে দেওয়ার হুমকিও দিয়েছে অধ্যাপক। ওই অধ্যাপক বটানির বিভাগীয় প্রধান বলেই জানা গিয়েছে। ছাত্রীটি জানান, বারবার বিষয়টি নিয়ে বাধা দেওয়া হলেও কোনও লাভ হয়নি। উলটে, অভিযুক্ত অধ্যাপক তাঁকে নানা ভাবে হুমকি দিতেন বলে খবর।বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বপন রক্ষিত বলেন, 'অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়েছে।' এদিকে ওই অধ্যাপকের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ রয়েছে বলে খবর। একটি কমিটি গঠন করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদি তদন্তে ওই অধ্যাপকের বিরুদ্ধে তথ্য সঠিক বলে প্রমাণিত হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে গোটা ঘটনা জানাজানি হতেই বিশ্ববিদ্যালয়ে চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে আন্দোলনে ডাক দিয়েছে পড়ুয়ারা। উল্লেখ্য, কিছুদিন আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে এহেন অভিযোগ ওঠে। অ্যানথ্রোপলজির তিন গবেষক পড়ুয়া ও এক পোস্ট গ্র্যাজুয়েট পড়ুয়া শ্লীলতাহানির অভিযোগে তোলেন। এমনকি, অনশন শুরু করেন তাঁরা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে। এমনকি, খোদ উপাচার্য অনশনে বসে জানিয়ে দেন, কালিমালিপ্ত করার জন্য এসব রটানো হচ্ছে।চালু এই সময়ের হোয়াটস্যাপ চ্যানেল ? রইল এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল লিঙ্ক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)