• কলকাতায় ৩ মিছিল, দুপুরের দিকে জ্যামে পড়তে পারেন হাওড়া-শিয়ালদায়
    এই সময় | ১১ অক্টোবর ২০২৩
  • সপ্তাহের মাঝামাঝি সময়ে শহর কলকাতার যানচলাচলে নিত্যদিনের পরিচিত ছবি। সকালের পর থেকে সময় যত এগোচ্ছে ততই বাড়ছে মানুষ ও যানবাহনের ভিড়। শহরের উত্তর থেকে দক্ষিণ, ট্রাফিকের ছবিটা অন্যান্য দিনের মতোই। যেহেতু রাজ্যের প্রধান শহর কলকাতা, তাই বছরের ১২ মাস, ৩৬৫ দিনই ভিড় লেগে থাকে শহরের বুকে। সঙ্গে থাকে বিভিন্ন মিটিং মিছিল জমায়েত বা সমাবেশ। যার জেরে ব্যস্ত সময় যানজটে আটকে গিয়ে ব্যাপক নাজেহাল হতে হয় মানুষকে।বেলা যত বাড়ে, ততই বিভিন্ন অফিস পাড়া, ধর্মতলা, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, বড়বাজার, সেন্ট্রালের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বাড়তে থাকে অফিস কর্মীদের ভিড়। এছাড়াও প্রতিদিনই এই সমস্ত জায়গায় বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন আরও বহু মানুষ। ফলে ভিড় ও যানজটের ছবিটা এই সমস্ত জায়গায় একপ্রকার নিত্যদিনের। যদিও সব ক্ষেত্রেই তৎপরতার সঙ্গে ট্রাফিক ব্যবস্থা মসৃণ রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেন কলকাতার ট্রাফিক পুলিশ কর্মীরা।এদিকে আবার মিটিং মিছিলও নিত্যযাত্রীদের ভোগান্তির আরও এক কারণ। বিভিন্ন দাবিদাওয়া নিয়ে রাজনৈতিক, ধর্মীয় বা অন্য কোনও সংগঠনের কর্মসূচি লেগেই থাকে তিলোত্তমার বুকে। অনেক সময় তা অফিস টাইমে আয়োজিত হয়। যার জেরে যা হওয়ার তাই হয়, অফিস যাওয়া বা ফেরার সময় ব্যাপক নাজেহাল হতে হয় সাধারণ নিত্যযাত্রীদের।আবার সামনেই পুজো। শহরের রাস্তায় দেখা যাবে জনজোয়ার। ইতিমধ্যেই তার আভাস পাওয়ায় শুরু হয়ে গিয়েছে। কারণ, এখন চলছে শপিং-পর্ব। ফলে পুজোর কেনাকাটার জন্য রাস্তায় বের হচ্ছেন মানুষ। যার জেরে, সাউথ সিটি, কোয়েস্ট মল-সহ বিভিন্ন শপিং কমপ্লেক্স বা হাতিবাগান, গড়িহাটের মতো বাজারগুলিতে বাড়তি ভিড়। ছুটির দিনগুলিতে বাড়ছে ভিড়ের পরিমাণ। ফলে খুব স্বাভাবিকভাবেই ওই সমস্ত জায়গাতেও কোনও কোনও সময় তৈরি হচ্ছে যানজট।আজ অবশ্য সপ্তাহের কাজের দিন। তবে যেহেতু পুজো এগিয়ে আসছে, তাই অন্যান্য কাজের মতো এদিনও কেনাকাটার ভিড় থাকবে বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে এদিন কলকাতার রাস্তাঘাটের হালহকিকত নিয়ে লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, আজ এখনও পর্যন্ত শহরের যান চলাচল স্বাভাবিকই রয়েছে। কোনওরকম দুর্ঘটনার খবরও নেই। তবে এদিন শহরে রয়েছে একাধিক মিছিল। এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ রানি রাসমনি অ্যাভিনিউতে রয়েছে একটি মিছিল। যার জন্য শিয়ালদা-হাওড়া থেকে যাবে মিছিল। দুপুর ২টোর সময় রামলীলা ময়দান থেকে হগ স্ট্রিট পর্যন্ত রয়েছে মিছিল। আর দুপুর আড়াইটের সময় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলায় পৌঁছবে আরও একটি মিছিল। যদিও ট্রফিকের তরফ থেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই থাকবে বলে জানানো হয়েছে। অ্যন্যদিকে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সবসয়ই মানুষকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। সেক্ষেত্রে হেলমেট পরে বাইক-স্কুটার চালানো এবং সিগনাল দেখে রাস্তা পারাপারের নির্দেশ দেওয়া হয়।প্রতি মুহূর্তের ট্রাফিক আপডেট জানতে ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)