• নিখোঁজ কলকাতার নামী স্কুলের ছাত্রী 
    আজকাল | ১৮ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: নিখোঁজ দক্ষিণ কলকাতার নামী ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।

    চলতি সপ্তাহে সোমবার নিখোঁজ হয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজের দিন স্কুলেও গেছিল সে। এরপরেই নিখোঁজ হয়ে যায়। এবিষয়ে গড়িয়াহাট থানাকে জানানো হয়েছে। নিখোঁজের বাবা আলিপুর আদালতের আইনজীবী। পরিবারের পক্ষ থেকে স্কুলের গাফিলতির অভিযোগ আনা হয়েছে। তাঁদের দাবি, ওই পড়ুয়ার মধ্যে গত কয়েকদিনে কোনও অস্বাভাবিকতাও দেখা যায়নি।

    নিখোঁজ সম্পর্কে পুলিশের একটি সূত্র জানিয়েছে, অনুসন্ধানে কলকাতার বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। ওই সূত্রটি জানায়, স্কুলের ক্যামেরায় ফুটেজ অনুযায়ী সোমবার বিকেল পাঁচটা নাগাদ ছাত্রী স্কুল থেকে বেরিয়ে যায়। কিন্তু তারপর সে কোথায় গেছে সে সম্পর্কে আর কিছু জানা যায়নি। নিখোঁজের সম্পর্কে খোঁজ পেতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সহপাঠীদের। পুলিশের পক্ষ থেকে এবিষয়ে কলকাতার সমস্ত থানাকে সতর্ক করা ছাড়াও জেলার থানাগুলিকেও সতর্ক করা হয়েছে।
  • Link to this news (আজকাল)