৫০ বছর ধরে সম্প্রীতির বার্তা দিয়ে আসছে খিদিরপুরের ভূকৈলাস ইয়ং সোসাইটি ক্লাব
আজকাল | ১৮ অক্টোবর ২০২৩
তীর্থঙ্কর দাস: কথায় আছে, 'ধর্ম যার যার, উৎসব সবার'।
অনেকক্ষেত্রেই এই কথাটুকু 'কথার কথা' হয়েই থেকে যায়। কিন্তু বেশকিছু জায়গায় মানুষ কথাটুকুকে সত্যি প্রমাণ করেন। যেমন, খিদিরপুরের ভূকৈলাস ইয়ং সোসাইটি ক্লাব। দুর্গাপুজো বলতে সাধারণত হিন্দুদের পুজো হিসেবেই চিহ্নিত করা হয়। কিন্তু তাতে কী? কলকাতা শহরের আনাচে-কানাচের থিম পুজোর ভিড় আর উন্মাদনার মাঝেই খিদিরপুরের ভূকৈলাস ইয়ং সোসাইটি ক্লাবের দুর্গাপুজোর চিত্রটা একেবারেই অন্যরকম। ৫০ বছর ধরে হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বাঙালি মতে দুর্গাপুজো করে আসছেন। সাবেকি মূর্তির উপস্থিতি মণ্ডপে, তবে মূল আকর্ষণ হল হিন্দু-মুসলিমের হাতে হাত মিলিয়ে পুজো সম্পন্ন করা। দুর্গা পুজো বলতে থিম, প্যান্ডেল হপিং, চোখ ধাঁধানো আলোক সজ্জার আড়ালে থাকে বহু গুরুভার। ষষ্ঠী থেকে দশমী দুই সম্প্রদায়ের সকলে মিলে পুজোর জোগাড় থেকে, ভোগ বিতরণ সবকিছুই একসঙ্গে করে থাকেন। পুজোর পাঁচ দিন কে হিন্দু কে মুসলমান ভুলে যান তাঁরা। মনে করিয়ে দেওয়ার দায় এবং প্রবৃত্তি থাকে না কারও। তবে প্রশ্ন ওঠে, এই ধারা, এই আনন্দ-ঐতিহ্য ভেদাভেদের যুগে বজায় থাকবে তো? ক্লাব কর্তৃপক্ষ আশা করছে, ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে পুরনো ধারাকে।