• বিশ্বকাপে বিশৃঙ্খল আচরণের জন্য শাস্তির কবলে গুরবাজ
    আজকাল | ১৮ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: শাস্তির কোপে রহমানুল্লাহ গুরবাজ।

    ব্যাটের অপমান করার জন্য তাঁকে শাস্তি দিল আইসিসি। ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ ব্যাট করেন কেকেআরের ক্রিকেটার। ৮০ রান করে রানআউট হয়ে ফেরার সময় ব্যাট দিয়ে বাউন্ডারির দড়িতে মারেন। আইসিসির নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের বা কোনও সরঞ্জামের অপমান করা নিয়মবিরুদ্ধ। অথচ মেজাজ হারিয়ে সেটাই করেন গুরবাজ। একটি ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি। দু'বছরের মধ্যে চারটে ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত করা হয়। সেই ভয় অবশ্য এখনই নেই আফগান ক্রিকেটারের। বুধবার চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের পরের ম্যাচ। ইংল্যান্ডকে হারিয়ে টগবগ করে ফুটছে রশিদ খান, মুজিব উর রহমনরা।‌ আত্মবিশ্বাসে ভরপুর গোটা দল। এই অবস্থায় তাঁদের বিরুদ্ধে লড়াই খুব সহজ হবে না। 
  • Link to this news (আজকাল)