আজকালের প্রতিবেদন: শারদ উৎসবের আমেজে গা ভাসিয়েছে শহর কলকাতা। আর তার সঙ্গেই মিশছে সাম্বার ছন্দ। বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো এই মুহূর্তে রয়েছেন শহরে। প্রতিদিনই তাঁকে ভালবাসা উজাড় করে দিচ্ছেন মানুষ। মঙ্গলবার দুপুরে ডায়মন্ড হারবার এফসির আয়োজনে রোনাল্ডিনহো গিয়েছিলেন বাটা স্টেডিয়ামে। তাঁকে সেখানে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম কর্ণধার এবং রাজ্যের সংসদ অভিষেক ব্যানার্জি। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ানকে একঝলক দেখতে ভিড় করে এসেছিলেন প্রচুর মানুষ।
অনুষ্ঠানে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হারবার এফসি এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই ম্যাচের আগে দু’দলের ফুটবলারদের সঙ্গে মাঠে গিয়ে পরিচিত হন রোনাল্ডিনহো। ম্যাচে ১-০ গোলে জিতে যায় ডায়মন্ড হারবার এফসি। মঞ্চ থেকে প্রথমার্ধের খেলা দেখেন রোনাল্ডিনহো। এই অনুষ্ঠান ছাড়াও সেন্ট জেভিয়ার্স কলেজের একটি অনুষ্ঠানে এবং কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের অনুষ্ঠানে মঙ্গলবার উপস্থিত ছিলেন তিনি। সেখানেও তাঁকে নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বুধবার কলকাতা ছাড়ছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।