আজকাল ওয়েবডেস্ক: কীভাবে উৎসব অনুষ্ঠানে নিজের নৈপুণ্য ফুটিয়ে তোলা যায় সেবিষয়ে প্রশিক্ষণ দিতে উদ্যোগী হল ব্রিটিশ কাউন্সিল।
এডিনবরা ন্যাপিয়ার বিশ্ববিদ্যালয়কে সঙ্গে নিয়ে সাউথ এশিয়া ফেস্টিভ্যালস অ্যান্ড কালচারাল অ্যাকাডেমি (সাফকা) আয়োজন করল এক বিশেষ প্রশিক্ষণের। আগামী জানুয়ারিতে শুরু হতে চলেছে এর ওপর এক বিশেষ কোর্স। চলতি বছরের ১৯ নভেম্বর পর্যন্ত করা যাবে আবেদন। এর ফলে দেশে যাঁরা এই নিয়ে কাজ করছেন তাঁদের সঙ্গে অনলাইনে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চিন্তাভাবনার আদানপ্রদান বৃদ্ধির সুযোগ থাকবে। এসম্পর্কে বেশ কয়েকটি স্বল্প সময়ের বা শর্ট কোর্স-এর আয়োজন করেছে সাফকা। উৎসবের আঙিনায় যাঁরা দায়িত্বে থাকবেন তাঁরা যাতে আরও দক্ষ হাতে সামাল দিয়ে সাফল্য পান তা এই কোর্সের একটি বিশেষ অঙ্গ। আন্তর্জাতিক স্তরে উৎসব পরিচালনা, সঠিকভাবে কর্মীদের ব্যবহারের পাশাপাশি উৎসবের ব্যাপ্তি বাড়িয়ে সাধারণের কাছে কীভাবে তাকে আকর্ষণীয় করে তোলা যায় সেই বিষয়টি নিয়ে যেমন প্রশিক্ষণ দেওয়া হবে, তেমনি ঝুঁকি সামাল দেওয়া, স্বাস্থ্য ও নিরাপত্তা, বৈচিত্র্য বজায় রেখেই সমতা রক্ষা করা, সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখার দিকটিও এই প্রশিক্ষণের অঙ্গ।
ব্রিটিশ কাউন্সিলের ডাইরেক্টর ইন্ডিয়া, অ্যালিসন ব্যারে এ প্রসঙ্গে বলেন, 'উৎসব যাঁরা পরিচালনা করবেন তাঁদের অবশ্যই উৎসবকে বিশ্বব্যাপী করে তোলার দক্ষতা থাকতে হবে। শিল্পী, কলাকুশলী এবং যাঁরা উৎসবের বিভিন্ন আঙিনায় কাজ করেন তাঁদের কাছে নিজেদের বাণিজ্যিক দক্ষতাকে বাড়িয়ে তুলতে সাফকা হল একটা বড় প্ল্যাটফর্ম।' প্রোগ্রাম কিউরেটর অনুষ্কা যাদব জানিয়েছেন, এই কোর্স একদিকে যেমন ভাবনার বিকাশ ঘটাবে তেমনি দক্ষিণ এশিয়ায় যাঁরা উৎসবের উৎকর্ষ নিয়ে ভাবনাচিন্তা করেন তাঁদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনে সহায়তা করবে।