• শিশুদের ডেঙ্গি হলে কী করবেন, জানাচ্ছেন বিশেষজ্ঞ
    আজকাল | ১৮ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: ডেঙ্গি নিয়ে আতঙ্কে নয়, সতর্ক থাকুন।

    অবশ্যই মানতে হবে কিছু নিয়মাবলী। জানাচ্ছেন দেশের অন্যতম প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডা. অরুণ সিং। কর্মসূত্রে যিনি বর্তমানে যোধপুর এআইএমএস (এইমস)- এ শিশুরোগ বিভাগের প্রধান। রাজ্যে ইতিমধ্যেই ডেঙ্গি কেড়েছে প্রাণ। বড়দের সঙ্গে শিশুরাও আক্রান্ত হচ্ছে এই রোগে। মঙ্গলবারই পার্ক সার্কাস এলাকায় একটি ২ মাসের শিশুর মৃত্যু ঘটেছে। গত ২৯ সেপ্টেম্বর ওই শিশুটিকে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি করা হয়েছিল। ডেঙ্গি পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছিল। শিশুটির মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ করা হয়েছে।

    শিশুদের এই রোগ হলে কীভাবে মোকাবিলা করবেন? ডা. অরুণ সিং জানিয়েছেন, 'সবার আগে রক্ত পরীক্ষা করে দেখতে হবে। জ্বরের প্রথম তিনদিনের মধ্যে যদি পরীক্ষা করা হয় তবে ডেঙ্গি অ্যান্টিজেন টেষ্ট করতে হবে। তিন থেকে পাঁচ দিনের মধ্যে পরীক্ষা করলে ডেঙ্গি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটোই পরীক্ষা করে দেখতে হবে। কারণ তিনদিন পর অনেকসময় অ্যান্টিজেন টেষ্ট করলে সেখানে ডেঙ্গির উপস্থিতি নাও দেখাতে পারে। পাঁচ দিনের পর যদি রক্ত পরীক্ষা করা হয় সেক্ষেত্রে ডেঙ্গি অ্যান্টিবডি টেষ্ট করতে হবে।'

    পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ার পর যেটা সবার আগে জরুরি শিশুকে প্রচুর পরিমাণে জল খাওয়ানো। এইসময় বাচ্চারা সাধারণত কোনও শক্ত খাবার খেতে চায় না। তাই জোরাজুরি না করে তাদের তরল খাবার দেওয়াটাই ভালো বলে জানাচ্ছেন ডা. অরুণ সিং। তাঁর কথায়, 'জ্বর বেশি থাকলে বাচ্চাকে সকাল এবং বিকাল, দু'বেলাই স্নান করাতে হবে।  সাধারণ কলের জলেই স্নান করিয়ে দিতে হবে। ওষুধ হিসেবে প্রতি ছয় ঘণ্টা অন্তর দিতে হবে প্যারাসিটামল। সেটা জ্বর থাকুক বা না থাকুক।'

    বাড়িতে রেখেই এই রোগের চিকিৎসা করা গেলেও খেয়াল রাখতে হবে শিশুর আচরণ এবং আরও কয়েকটি বিষয়ের ওপর। ডা. অরুণ সিং বলেন, 'বাচ্চা যদি ঝিমিয়ে পড়ে বা বমি করা শুরু করে বা তার গায়ে যদি লাল র‍্যাশ বেরোয়, নি:শ্বাসের কষ্ট হয়, তবে দেরি না করে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে কোনও চিকিৎসকের কাছে।' সেইসঙ্গে এই রোগের মোকাবিলায় হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকতে হবে পর্যাপ্ত শয্যার ব্যবস্থা করে। এই চিকিৎসকের কথায়, যেভাবে নির্বিচারে জলাভূমি বুজিয়ে বা গাছ কেটে ফেলে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে তাতে আগামীদিনে ডেঙ্গি বা এই ধরনের রোগের প্রকোপ বাড়বে ছাড়া কমবে না।
  • Link to this news (আজকাল)