আজকাল ওয়েবডেস্ক: টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরে আয়োজন করেছিল ‘টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর সকার চ্যালেঞ্জ কাপ ২০২৩’।
পরিচালনায় ছিল মহাবিদ্যালয়ের এক্সট্রা ক্যারিকুলাম কমিটি। অংশগ্রহণ করেন মহাবিদ্যালয়ের সমস্ত পড়ুয়া, অধ্যাপক–অধ্যাপিকা এবং অশিক্ষক কর্মীবৃন্দরা। প্রতিযোগিতায় উদ্বোধন করেন টেকনো ইন্টারন্যাশনালের ডিরেক্টর প্রফেসর ড. রতিকান্ত সাহু ও প্রিন্সিপাল প্রফেসর ড. অশোক কুমার নস্কর। উপস্থিত ছিলেন সমগ্র বিভাগীয় প্রধান ও মহাবিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ও ইনস্টিটিউট ইনোভেশন কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ড. দেবব্রত রায় ও অধ্যাপক অধ্যাপিকারা। খেলায় অংশ নেয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারা। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মহাবিদ্যালয়ের অধ্যাপকদের একটি দলও। ফাইনালে ওঠে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। খেলাটি অমিমাংসিত ভাবে শেষ হয়। দুই দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়। দুই দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। সেরা খেলোয়ার নির্বাচিত হন কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের সায়ন হালদার, শ্রেষ্ঠ গোলকিপার নির্বাচিত হন সিভিল ইঞ্জিনিয়ারিং এর অতনু মণ্ডল। ফাইনালের সেরা নির্বাচিত হন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শুভদীপ জানা।