• কাল ভারতের বিরুদ্ধে কি খেলতে পারবেন শাকিব'
    আজকাল | ১৮ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই বাংলাদেশের সঙ্গে ম্যাচ ভারতের।

    জয়ের হ্যাটট্রিকে টেবিল শীর্ষে টিম ইন্ডিয়া। অন্যদিকে প্রথম তিন ম্যাচ হেরে বেকায়দায় বাংলাদেশ। এই অবস্থায় রোহিতদের বিরুদ্ধে নামার আগে আরও একটি বিষয়ে চাপে ওপার বাংলার দল।  শাকিব আল হাসানের ফিটনেস নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে উরুতে গুরুতর চোট পাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তারপরই চিন্তা বাড়ে। আদৌ ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অধিনায়ক খেলতে পারবেন কিনা সেই নিয়ে প্রশ্ন ওঠে। তবে আপাতত কিছুটা স্বস্তিতে শিবির। মঙ্গলবার বাংলাদেশের অনুশীলনে অংশ নেন শাকিব। নেটে ৩০ মিনিট ছিলেন। তাঁকে দেখে আনফিট মনে হয়নি। বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানান, শাকিব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। নিজেই পুনেতে ভারতের বিরুদ্ধে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। তবে কোনও ঝুঁকি নিয়ে চায় না টিম ম্যানেজমেন্ট। খালেদ মাহমুদ বলেন, 'বিশ্বকাপে এখনও ছ'টা ম্যাচ বাকি। আমরা কেউ চাই না একটা ম্যাচের জন্য বাকি টুর্নামেন্ট থেকে ছিটকে যাক। চিকিৎসকরা সিদ্ধান্ত নেবে। শাকিব নিজে যদি খেলার বিষয়ে আত্মবিশ্বাসী হয়, এবং চিকিৎসকরা অনুমতি দেয়, তাহলে অবশ্যই খেলবে।' 
  • Link to this news (আজকাল)