• ‌ ‘‌ভারত ম্যাচে বাবরদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে ভারতীয় সমর্থকরা!‌’‌, আইসিসিকে নালিশ পিসিবির
    আজকাল | ১৮ অক্টোবর ২০২৩
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ আইসিসির কাছে নালিশ জানাল পাকিস্তান।

    গত শনিবার আমেদাবাদে ভারত–পাক ম্যাচে পাক ক্রিকেটারদের উদ্দেশ্যে খারাপ ব্যবহার করা হয়েছে। কটূক্তি উড়ে এসেছে। এই দাবি করে আইসিসিকে নালিশ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে কি ঘটনা, বা কি আচরণ করা হয়েছে ক্রিকেটারদের সঙ্গে তা উল্লেখ করা হয়নি। পাশাপাশি পাক সমর্থক ও সাংবাদিকদের ভিসা পেতে দেরি হওয়া নিয়েও আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে পিসিবি। এক্স হ্যান্ডলে পিসিবি জানিয়েছে, ‘‌পাক সমর্থক ও সাংবাদিকদের ভিসা পেতে দেরি হয়েছে বা হচ্ছে। বিষয়টা আইসিসিকে জানানো হয়েছে। পাশাপাশি ভারত ম্যাচে পাক ক্রিকেটারদের উদ্দেশ্যে খারাপ ব্যবহার করা হয়েছে। তা নিয়েও আইসিসির কাছে অভিযোগ জানানো হয়েছে।’‌ পিসিবির বক্তব্য, আমেদাবাদে ভারতীয় সমর্থকরা পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
  • Link to this news (আজকাল)