• ‌‌বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মূর্তি সমেত দুর্গামণ্ডপ
    আজকাল | ১৮ অক্টোবর ২০২৩
  • সমীর ধর, আগরতলা:‌ চতুর্থীতেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মূর্তি সমেত গোটা দুর্গামণ্ডপ।

     আগরতলা অভয়নগরে ব্লাড সান ক্লাব প্রতি বছরের মতো এবারও জাঁকজমক করেই দুর্গাপুজোর আয়োজন করেছিল। সেজে উঠেছিল সুদৃশ্য মণ্ডপ। বুধবার দুপুরে আচমকা আগুন লাগে মণ্ডপে। মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে আগুনের শিখা। দমকলের তিনটি ইঞ্জিন টানা লড়াই চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আশেপাশের ঘরবাড়ি, দোকান আগুনের গ্রাস থেকে রক্ষা পেলেও দুর্গামূর্তি সমেত মণ্ডপ পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। শর্ট–সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে দমকলের প্রাথমিক অনুমান। 

    আগুন নেভানোর চেষ্টায় দমকল কর্মীরা। ছবি: নিতাই দে
  • Link to this news (আজকাল)