• ‌পুজোর আগেই চার শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের
    আজকাল | ১৮ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর।

    ফের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ৪ শতাংশ ডিএ বাড়বে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বেড়ে হল ৪৬ শতাংশ। জানা গেছে, গত ১ জুলাই থেকে নতুন হারে ডিএ কার্যকর হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। আগামী নভেম্বর মাস থেকেই বেতন বাড়বে তাঁদের। জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ধিত ডিএ–র টাকা এরিয়ার হিসেবে যুক্ত হবে কর্মীদের বেতনের সঙ্গে। এদিকে, দীপাবলি উপলক্ষে কেন্দ্রীয় সরকারি গ্রুপ সি ও গ্রুপ বি কর্মীদের জন্য ৭০০০ টাকা করে বোনাস দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। 

     
  • Link to this news (আজকাল)