শীর্ষ আদালতেও মিলল না জামিন, এবারের পুজোয় তিহাড়ই ঠিকানা অনুব্রতর
আজকাল | ১৮ অক্টোবর ২০২৩
আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টেও মিলল না জামিন।
ফলে গত বারের মতো এবারের পুজোটাও জেলেই কাটাতে হবে অনুব্রত মণ্ডলকে।
এর আগে দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন অনু্ব্রত। কিন্তু মেলেনি জামিন। বুধবারও সেই প্রভাবশালী তত্ত্বেই শীর্ষ আদালত জামিন নাকচ করে দেয়। প্রসঙ্গত, গত বছর আগস্টে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন অনুব্রত। প্রথমে আসানসোল সংশোধনাগার, পরে দিল্লির তিহাড় জেলে ঠাঁই হয় অনুব্রতর। ইডির হাতেও তিনি গ্রেপ্তার হন। তারপর থেকেই বারবার জামিনের আবেদন করেছেন অনুব্রত। কখনও রাউজ অ্যাভিনিউ কোর্ট, দিল্লি হাইকোর্ট। এবার সুপ্রিম কোর্ট। বুধবার ছিল শুনানি। সেখানে সিবিআইয়ের আইনজীবী প্রভাবশালী তত্ত্বে অনুব্রতর জামিনের বিরোধিতা করেন। এরপরই শীর্ষ আদালতের বিচারপতিরা সিবিআইকে কাউন্টার হলফনামা দাখিল করার নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি হবে চার সপ্তাহ পরে। ততদিন পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রতকে।