সৎ ছেলেকে খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখল মা
আজকাল | ১৮ অক্টোবর ২০২৩
আজকাল ওয়েবডেস্ক: সৎ ছেলেকে খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখার অভিযোগ।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। জানা গেছে, গত ১৫ অক্টোবর থেকে খোঁজ মিলছিল না ১১ বছরের কিশোর শাদাবের। পুলিশে নিখোঁজ ডায়রি করা হয়। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। দেখা যায়, রবিবার সন্ধ্যায় ছেলেটি বাড়ি থেকেই বেরোয়নি। এরপরই শাদাবের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় শাদাবের দেহ। বাড়ির লোকদের জিজ্ঞাসাবাদ করা হলে অভিযুক্ত মহিলা রেখা নিজের অপরাধের কথা স্বীকার করে নেন। জানান, এটা পূর্বপরিকল্পিত খুন। শাদাব রবিবার বিকেলে খেলে ফেরার পরই তাকে খুন করে রেখা। তার দাবি, স্বামীর প্রথমপক্ষের স্ত্রীর সন্তানকে একেবারেই সহ্য করতে পারত না সে। তাই বান্ধবী পুনমের সাহায্যে তাকে খুন করে অপহরণের গল্প ফেঁদেছিল। রেখা ও পুনমকে গ্রেপ্তার করেছে পুলিশ।