কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী
আজকাল | ১৮ অক্টোবর ২০২৩
মিল্টন সেন, হুগলি: সিঙ্গুরের বেড়াবেড়ি পঞ্চায়েত এলাকায় জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় চালু হল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প।
বুধবার প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগরের মহকুমাশাসক অয়ন দত্তগুপ্ত এবং নতুন দায়িত্বে আসা মহকুমাশাসক বিষ্ণু দাস, সিঙ্গুরের বিডিও পার্থ ব্যানার্জি, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া, সিঙ্গুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত পাল, সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি টুম্পা ঘোষ প্রমুখ। বেড়াবেড়ি, কে জে ডি, গোপালনগর, সিঙ্গুর–১ ও সিঙ্গুর–২ পঞ্চায়েত এলাকা নিয়ে প্রাথমিকভাবে এই প্রকল্প শুরু হচ্ছে। জানা গেছে, এই প্রকল্পের অধীনে ৫টা পঞ্চায়েত এলাকায় থাকা বাড়ি বাড়ি থেকে বর্জ্য পদার্থ সংগ্ৰহ করা হবে। এরপর সেই বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে সার উৎপাদন করা হবে। ফলে এলাকা প্লাস্টিক মুক্ত হবে। পরিবেশ দূষণ মুক্ত হবে। আর ওই প্রকল্প থেকে উৎপাদিত সার কৃষিকাজে ব্যবহার করা হবে। উপকৃত হবেন কৃষকরা। পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে।