• ‌‌ঝাড়খণ্ড থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমা‌‌ণ কয়লা উদ্ধার মুর্শিদাবাদে
    আজকাল | ১৮ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ঝাড়খণ্ডের খোলা মুখ কয়লা খনি থেকে বেআইনিভাবে উত্তোলন করে নিয়ে আসা প্রায় ১০০ টন কয়লা আটক করল মুর্শিদাবাদের সুতি থানার কান্দুয়া বিট হাউস–এর অফিসাররা।

     

    মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার উমরাপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডীতলা গ্রামে অভিযান চালায় সুতি থানার বিশাল পুলিশ বাহিনী। সেখানে একটি মাঠে পড়েছিল বিপুল পরিমাণ কয়লা। মঙ্গলবার রাতে যেখান থেকে বেআইনিভাবে জমা করে রাখা কয়লা উদ্ধার হয়েছে তার থেকে কিছু দূরেই ঝাড়খণ্ড সীমান্ত। স্থানীয়দের দাবি, নিয়মিত সেই সীমান্ত পার হয়ে বেআইনিভাবে কয়লা আসে মুর্শিদাবাদ জেলায়। স্থানীয় কিছু কয়লা মাফিয়া ঝাড়খণ্ডের অবৈধ খোলা মুখ কয়লাখনি থেকে উত্তোলন হওয়া কয়লা শিশু শ্রমিকদের ব্যবহার করে সাইকেল অথবা ছোট গাড়িতে করে মুর্শিদাবাদে নিয়ে আসে। 

    এবং তা পৌঁছে যায় বিভিন্ন ইটভাটাতে। এই ঘটনায় কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত চলছে। 

     
  • Link to this news (আজকাল)