• ‌হাতির হামলায় প্রাণ গেল এক জনের, চাঞ্চল্য মাদারিহাটে
    আজকাল | ১৮ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কাজে যাওয়ার পথে হাতির হানায় মৃত এক ব্যক্তি।

    ঘটনাটি ঘটেছে মাদারিহাটে। মৃতের নাম শ্যাম দাস শর্মা (‌৫০)‌। বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন তিনি। স্থানীয়রা জানিয়েছেন, কাজে যাওয়ার সময় দাতাল হামলা করে শ্যামের উপর। হামলার পর হাতিটি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে ছিল। এরপর স্থানীয়রাই শ্যামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনায় শোকের ছায়া এলাকায়। 
  • Link to this news (আজকাল)