মৃত ছাত্রের নাম কে কিরণ চন্দ্র। জানা গেছে আইআইটি ক্যাম্পাসের লালবাহাদুর শাস্ত্রী হলে থাকতেন ওই ছাত্র। রাত বারোটা নাগাদ তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান হলের অন্যান্য ছাত্ররা। সঙ্গে সঙ্গে ছাত্রকে উদ্ধার করে ক্যাম্পাসের বি সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে পারেননি পড়ুয়াকে। জানা গেছে, ওই পড়ুয়া তেলঙ্গনা থেকে খড়গপুরে পড়তে এসেছিলেন। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন কে কিরণ চন্দ্র। তাঁর ভাইও এই প্রতিষ্ঠানের ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃত ছাত্রের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই পড়ুয়া আত্মহত্যা করেছেন। কিন্তু কেন? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।