• ঠাকুরপুকুরে প্রকাশ্যে রাস্তায় ছুরির কোপ যুবককে
    আজকাল | ১৮ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্যে রাস্তায় খুন ঠাকুরপুকুর এলাকায়।

    ছুরি নিয়ে জনসমক্ষে হামলা করা হয় এক যুবকের ওপর। গুরুতর আহত অবস্থায় যুবককে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, মৃত যুবকের নাম অনিমেষ সিং। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি।

    সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে ঠাকুরপুকুরের এলআইসি বাজার এলাকায়। সেই সময় স্কুটার নিয়ে বেরিয়েছিলেন অনিমেষ নামে ওই যুবক। হঠাৎই পাশ থেকে ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত। বুকে ছুরির আঘাত লাগায় গুরুতর চোট পান যুবক। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কী কারণে হামলা চালানো হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
  • Link to this news (আজকাল)