আজকাল ওয়েবডেস্ক: অস্ত্রোপচারের পর কেমন আছেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র? প্রসঙ্গত, আগস্ট মাসে অস্ত্রোপচার হয় সুজয়কৃষ্ণের।
তারপর থেকে এসএসকেএমেই ভর্তি রয়েছেন তিনি। হৃদরোগের চিকিৎসায় এত দিন ধরে তিনি হাসপাতালে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মঙ্গলবার এসএসকেএমে যান ইডি আধিকারিকরা।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩০ মে সুজয়কৃষ্ণকে গ্রেপ্তার করেছিল ইডি। এরপর ইডি হেফাজত শেষে তাঁকে জেলে পাঠানো হয়। কিন্তু তাঁকে সেভাবে জেরা করার সুযোগই পায়নি ইডি। কারণ ওই সময়েই মারা যান সুজয়ের স্ত্রী। তারপর দীর্ঘ প্যারোল, প্যারোলের মেয়াদ শেষ হতে না হতেই তাঁর অসুস্থতা। সুজয়কে জেরা করতে না পারায় তদন্ত সেভাবে এগোয়নি বলে মত ইডির। তার উপর নিয়োগ দুর্নীতি মামলা শেষ করার জন্য হাইকোর্ট ক্রমাগত চাপ দিচ্ছে ইডিকে। লিপ্স অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত মামলার ক্ষেত্রেও বিচারপতি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। সুজয় ওই সংস্থার প্রাক্তন কর্মী। আর তাই মঙ্গলবার এসএসকেএমে হাজির হন ইডি কর্তারা। হাসপাতাল সূত্রে খবর, তাদের কাছে সুজয়ের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি দেখতে চেয়েছেন ইডি কর্তারা। অস্ত্রোপচারের এতদিন পরেও কেন তিনি হাসপাতালে তা জানতে চেয়েছে ইডি। তবে বুধবারও কিন্তু হাসপাতালেই ছিলেন সুজয়।