• ইজরায়েলি হামলা চলতে থাকলে মুসলমানদের ক্রোধ কেউ থামাতে পারবে না: খামেনি
    আজকাল | ১৯ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: দখলদার ইজরায়েলের হামলা অব্যাহত থাকলে প্রতিরোধ সংগ্রামী তথা মুসলমানদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

    এমনটাই মত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির। মঙ্গলবার ইরানের শিক্ষাঙ্গনের একদল শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ইমাম খোমেনী হুসাইনিয়াতে সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে এলে তিনি এই মন্তব্য করেন।

    তিনি বলেন, কিছু প্রতিরোধ সংগঠনকে থামাতে যারা ইরানের প্রতি আহ্বান জানাচ্ছে এই বিষয়টি তাদের জেনে রাখা উচিত এবং তাদের এই ধরনের আশা করা উচিত নয়। তাঁর বক্তব্য, ইহুদিবাদী সরকার যাই করুক না কেন, তারা যে লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে তার ক্ষতিপূরণ করতে পারবে না।
  • Link to this news (আজকাল)