উরুগুয়ে ম্যাচে স্ট্রেচারে মাঠ ছাড়লেন, নেইমারের ভারতে আসা অনিশ্চিত
আজকাল | ১৯ অক্টোবর ২০২৩
আজকাল ওয়েবডেস্ক: নেইমারের ভারতে আসা নিয়ে ঘোর অনিশ্চয়তা।
আবার চোটের কবলে ব্রাজিলীয় তারকা। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন নেইমার। দু'হাত দিয়ে মুখ চাপা। অঝোরে কাঁদছেন। উরুগুয়ের বিরুদ্ধে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে চোট পেলেন নেইমার। নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে সংঘর্ষে বাঁ হাটুতে চোট পান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে নেইমারের কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ার ভিডিও। এই দৃশ্য দেখে আঁতকে উঠেছে এ দেশের নেইমার ভক্তরা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে পরের মাসে ভারতে আসার কথা নেইমারের। ৬ নভেম্বর মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মুম্বই সিটির বিরুদ্ধে খেলবে আল হিলাল। কিন্তু সেই ম্যাচে অনিশ্চিত নেইমার। তাঁর চোট কতটা গুরুতর সেটা নিয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। আপাতত মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন নেইমার। ২৪ ঘণ্টা তাঁর হাঁটু পর্যবেক্ষণ করা হবে। তবে ভারতে আসার সম্ভাবনা অনেকটাই কমল।