• খাবারে বিষক্রিয়া, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ৩০০-এর বেশি পড়ুয়া অসুস্থ
    আজকাল | ১৯ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: খাবারে বিষক্রিয়া, তার জেরে হাসপাতালে ভর্তি ছিলেন ৩০০-এর বেশি পড়ুয়া।

    ঘটনা ঘটেছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বেগম আজিজুন নিশা হলে। ওই মহিলা আবাসনে ১৫০০-এর বেশি ছাত্রী থাকেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়েই জেলা প্রশাসন স্বাস্থ্য আধিকারিকদের একটি দলকে ঘটনাস্থলে পাঠিয়েছে ইতিমধ্যে। তাঁরা গিয়ে রান্নার জায়গা এবং খাবারের জায়গা, পরিস্থিতি খতিয়ে দেখছে। খাবারের নমুনাও সংগ্রহ করা হয়েছে। পড়ুয়াদের শারীরিক অসুস্থতার কথা প্রকাশ্যে আসে বুধবার সকালে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতের খাবার খাওয়ার পরে থেকেই তাঁদের মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা যায়। বুধবার সকালে প্রায় ৩০০-এর বেশি পড়ুয়াকে বিশ্ববিদ্যালয়ের জওহরলাল নেহেরু মেডিকেল ভর্তি করা হয়। পরে তাঁদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পড়ুয়াদের স্বাস্থ্যের দিকে ক্রমাগত নজর রাখছে। 
  • Link to this news (আজকাল)