• ভুয়ো জন্মের শংসাপত্র মামলায় আজম খানের ৭ বছরের জেল
    আজকাল | ১৯ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক:  জন্মের জাল শংসাপত্র মমালায় সমাজবাদী পার্টির নেতা আজম খানের ৭ বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রামপুরের একটি আদালত।

    ২০১৯ সালের একটি মামলায় শুধু আজম খান নয়, তাঁর স্ত্রী তাজন ফতিমা এবং ছেলে আবদুল্লা আজমকে দোষী সাব্যস্ত করে, ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আদালতের রায়ের পর তাঁদের তিনজনকেই বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে, সেখান থেকেই তাঁদের পাঠানো হবে কারাগারে। ২০১৯ সালের জানুয়ারি মাসে ববিজেপি বিধায়ক আকাশ সাক্সেনা এই মামলা দায়ের করেছিলেন। অভিযোগ ছিল আজম খান এবং তাঁর স্ত্রী তাঁদের দুই সন্তানকে ভুয়ো জন্মের শংসাপত্র পেতে সাহায্য করেছিলেন। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, তাঁদের পুত্র আবদুল্লা আজমের জন্ম তারিখ রামপুর পুরসভার জারি করা শংসাপত্রে বলা হয়েছে ১৯৯৩ সালের ১লা জানুয়ারি, অন্যদিকে লখনউ-এর একটি শংসাপত্রে আবদুল্লার জবন্ম তারিখ ১৯৯০ সালের ৩০ সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)