• দিনে দুপুরে বাড়িতে ঢুকে গৃহবধূকে খুন মধ্যমগ্রামে
    আজকাল | ১৯ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: দিনের আলোয় বাড়িতে ঢুকে গৃহবধূকে খুন।

    চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মধ্যমগ্রামে। জানা গিয়েছে, বাড়িতে পনির দিতে এসে খুন করার অভিযোগ বিক্রেতার বিরুদ্ধে। পালাতে গিয়ে অভিযুক্তকে আটকায় স্থানীয় বাসিন্দারা। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার সকালে মধ্যমগ্রামের বাসিন্দা পারমিতা চক্রবর্তী তাঁর বাড়িতে ছিলেন।

    এক পনির বিক্রেতা পনির দিতে তাঁর বাড়িতে আসেন। হঠাৎ মায়ের চিৎকার শুনতে পায় ছেলে। এসে দেখতে পায় তাঁর মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে চিৎকার করে প্রতিবেশীদের ডাকলে তাঁরা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। জানা গিয়েছে, ওই বিক্রেতা পারমিতাদেবীর গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। বাধা পেয়ে পনির কাটার ছুরি গলায় চালিয়ে দেন। তাতেই মৃত্যু হয় মহিলার।
  • Link to this news (আজকাল)