• নাবালিকাকে গণধর্ষণ, দোষীদের আমৃত্যু কারাবাসের নির্দেশ 
    আজকাল | ১৯ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: ২০২১ সালের একটি গণধর্ষণ মামলায় চার ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে বুধবার তাদের আমৃত্যু সশ্রম কারাবাসের নির্দেশ দিল মুর্শিদাবাদ জেলার লালবাগ বিশেষ পকসো আদালত।

    মঙ্গলবার ওই চার যুবককে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং পকসো আইনের ধারাতে দোষী সাব্যস্ত করেছিল লালবাগের ওই আদালত। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালের দুর্গা পুজোর আগে মুর্শিদাবাদে মামার বাড়িতে বেড়াতে এসেছিল বছর পনেরোর এক নাবালিকা। তার আগে ওই নাবালিকার সঙ্গে এক যুবকের একটি সমাজমাধ্যমে পরিচয় হয়, দিনে দিনে বাড়ে যোগাযোগও। 

    তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ২০২১ সালে দুর্গা পুজোর তৃতীয়ার রাতে ওই নাবালিকাকে তার প্রেমিক রাতে ফোন করে দেখা করার কথা বলে।  ওই নাবালিকা প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে প্রেমিক সহ আরও তিন যুবক তাকে ধর্ষণ করে।যুবকেরা ধর্ষণের একাধিক ভিডিও ক্লিপও তৈরি করেন। হুমকিও দেওয়া হয়েছিল, এই ঘটনার কথা কাউকে না জানানোর জন্য। 

    প্রাথমিকভাবে ওই নাবালিকা বাড়িতে কিছু না জানালেও পরবর্তীকালে ধর্ষণের ভিডিও ভাইরাল হতেই মেয়েটি বাড়ির লোককে সমস্ত কথা জানায় এবং বাড়ির লোক পুলিশে অভিযোগ করেন। এরপর মামলার তদন্তকারী অফিসাররা একে একে এই ধর্ষণের ঘটনায় যুক্ত চার অভিযুক্তকেই গ্রেপ্তার করে। 

    সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, 'বিচারক আইপিসির একাধিক ধারায় এবং পকসো আইনের ধারাতে চার ব্যক্তিকেই  গতকাল দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজ তাদের সাজা ঘোষণা করেন। চার যুবকের আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছেন বিচারক। এর পাশাপাশি নিগৃহীতা ওই নাবালিকাকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  দোষী সাব্যস্ত হওয়া চারজন যুবককে দু'লক্ষ টাকা করে জরিমানা ধার্য করেছেন বিচারক। দোষী ব্যক্তিরা ওই টাকা জমা দিলে সেই টাকা নিগৃহীতা ওই নাবালিকা পাবে।' 

    তিনি বলেন,' চার যুবককে দোষী সাব্যস্ত করতে ডিজিটাল এবং ইলেকট্রনিক সাক্ষ্য প্রমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নিগৃহীতা ওই নাবালিকার মায়ের মোবাইল ফোন এক দোষী সাব্যস্ত যুবকের মোবাইল ফোন (দুটি ফোনে ওই গণধর্ষণের ভিডিও ক্লিপ ছিল) পুনে, অসম এবং রাজ্য ফরেন্সিক সাইন্স ল্যাবে পাঠানো হয়েছিল। দোষী এক যুবকের হাতে যে উল্কি আছে ভিডিওতে এক ধর্ষণকারীর হাতেও সেই উল্কি দেখতে পাওয়া গেছে।  এই মামলায় মোট ১২ জন সাক্ষ্য প্রদান করেছেন।' যদিও দোষী এক যুবকের আইনজীবী কৌশিক দে বলেন ,'আমরা আদালতের এই রায়ে সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে এই রায়কে চ্যালেঞ্জ করে আবেদন জানাবো।'
  • Link to this news (আজকাল)