প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে নির্দেশ আদালতের
আজকাল | ১৯ অক্টোবর ২০২৩
আজকাল ওয়েবডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।
নির্দেশ কলকাতা হাইকোর্টের। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্রুত জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে নির্দেশ দিয়েছেন পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকেও জিজ্ঞাসাবাদ করতে। এদিন সন্ধে ছ'টার মধ্যেই গৌতম পালকে কলকাতায় সিবিআইয়ের সদর দপ্তর নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বিচারপতির নির্দেশ অনুযায়ী যদি পর্ষদ সভাপতি তদন্তে সহযোগিতা না করেন তবে প্রয়োজনে তাঁকে হেফাজতেও নিতে পারবে সিবিআই। এদিন আদালতে সিবিআই ২০১৪ সালের টেট দূর্নীতি সংক্রান্ত রিপোর্ট জমা দেয়। ওই রিপোর্ট খতিয়ে দেখেই বিচারপতি এই নির্দেশ দেন। তাঁর পর্যবেক্ষন, প্রয়োজনে পর্ষদের যে কোনও আধিকারিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই।