তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের কংগ্রেস নেতা
আজকাল | ১৯ অক্টোবর ২০২৩
আজকাল ওয়েবডেস্ক: পুজোর মুখে বড় ধাক্কা খেল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব।
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের ৪ নম্বর আসনের জয়ী সদস্য আনারুল হক বিপ্লব। প্রায় তিন হাজার কংগ্রেস কর্মী সমর্থককে নিয়ে বুধবার তিনি যোগদান করলেন তৃণমূলে। এদিন বিকেলে মঙ্গলজোনে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা পার্টি অফিসে আনারুল হক বিপ্লবের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন জঙ্গিপুরে সাংসদ খলিলুর রহমান , ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ দলের একাধিক শীর্ষ নেতা। তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান কানাই চন্দ্র মন্ডল বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়নের কর্মযজ্ঞ চালাচ্ছেন সেই কাজে আকৃষ্ট হয়ে আনারুল তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আনারুল বলেন, 'আমি যদি কংগ্রেসে থাকতাম তা হলে এলাকার উন্নয়ন করা সম্ভব ছিল না। তাই এলাকার উন্নয়ন করার জন্য আমি আবার তৃণমূলে ফিরে এলাম। আগামীদিন সমস্ত বিভেদ ভুলে সকলে একসাথে কাজ করব।'
আনারুল হক বিপ্লব সম্পর্কে জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমানের ভাইপো। বিগত জেলা পরিষদ বোর্ডে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট পান। ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম আনারুলের তৃণমূলে যোগদানকে 'ঘর ওয়াপসি' বলে সম্বোধিত করে বলেন ,'ও আমাদের ঘরের ছেলে। আনারুল তৃণমূলে ফিরে আসাতে দল আরও শক্তিশালী হল। আমরা সকলে একসাথে কাজ করব। ' খলিলুর রহমান বলেন, 'আনারুল ভবিষ্যতে দলে কোনও পদ পাবে কি না তা রাজ্য নেতৃত্ব ঠিক করবে।' এবারের পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলা পরিষদে ৭১টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। বাকি সাতটি আসনে জয় লাভ করেছে বাম কংগ্রেস জোটের প্রার্থীরা। বিপ্লবকে কংগ্রেস দলের তরফ থেকে জেলা পরিষদে তাদের দলনেতা নির্বাচিত করা হয়েছিল। কংগ্রেস সূত্রের খবর, আনারুল হক বিপ্লব জেলা পরিষদে কংগ্রেসের দলনেতা হলেও ধুলিয়ান কংগ্রেস নেতৃত্বের সাথে তাঁর বনিবনা হচ্ছিল না। মূলত, সে কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।