• বাইকে অগ্নিনির্বাপক যন্ত্র, মণ্ডপে বিশেষ নজরদারি দমকলের
    আজকাল | ১৯ অক্টোবর ২০২৩
  • প্রীতি সাহা: যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর জন্য বুলেট বাইকের দুদিকে লাগানো রয়েছে অগ্নিনির্বাপক যন্ত্র।

    এমনই স্পেশাল বুলেট বাইক ঘুরে বেড়াচ্ছে কলকাতার বিভিন্ন প্যান্ডেলে। রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।  অনেক সময় থিকথিকে ভিড়ে দমকলের ইঞ্জিন ঢুকতে পারে না পুজো মণ্ডপে। এমনকি শারদীয়া উৎসবে যে পরিমাণ মানুষের ঢল নেমে আসে কলকাতার বুকে তাতে যে কোনও রাস্তায়  দমকলের গাড়ি ঢোকা অসম্ভব হয়ে পড়ে। সেক্ষেত্রে এই বুলেটবাহিনী বড় বিপদ এড়াতে অনেক বেশি সাহায্য করবে প্রশাসনকে।  এই প্রসঙ্গে কথা বলা গেল দমকল কর্মীর সঙ্গে। তিনি জানালেন,, "সারাদিন সারারাত আমরা এই বাইক করে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছি। যাতে এই খুশির উৎসবে নির্বিঘ্নে মানুষ পুজো দেখতে পারেন।'
  • Link to this news (আজকাল)