• যোগেশচন্দ্র কলেজের মামলায় সিআইডি তদন্তের নির্দেশ খারিজ
    আজকাল | ১৯ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ সংক্রান্ত মামলায় সিআইডি তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট।

    কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার এই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি সিদ্ধার্থ রায়চৌধুরীর ডিভিশন বেঞ্চ।

    নথি জাল করে কলেজের শিক্ষক পদে যোগ দেওয়ার মামলা করা হয়েছিল সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কার বিরুদ্ধে। এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর আগে সুনন্দাকে অপসারণের নির্দেশও দিয়েছিলেন বিচারপতি। সেই নির্দেশও খারিজ করে দেয় বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। কাকতালীয় ভাবে সিআইডি তদন্ত যদি শুরু হত তবে এদিনই প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল তাঁদের। আর এইদিনেই খারিজ হয়ে গেল সিআইডি তদন্তের নির্দেশ।
  • Link to this news (আজকাল)