আজকাল ওয়েবডেস্ক: উদ্ধার দক্ষিণ কলকাতার নামী স্কুলের ছাত্রী।
নিখোঁজের ২৪ ঘন্টার মধ্যেই তাকে উদ্ধার করল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার সিটি সেন্টার (১) থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসা করে গোটা বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ। চলতি সপ্তাহে সোমবার স্কুলে যায় অষ্টম শ্রেণীর ওই ছাত্রী। এরপর বাড়ি না ফেরায় তার সন্ধানে প্রথমে খোঁজাখুঁজি এবং পরে পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার। গড়িয়াহাট থানায় লিখিতভাবে পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
এরপরেই ওই ছাত্রীর সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ। শহরে যেখানে যেখানে সিসি ক্যামেরা বসানো আছে তার ফুটেজ পরীক্ষা করা হয়। সতর্ক করা হয় কলকাতার সমস্ত থানার পাশাপাশি কলকাতা সংলগ্ন রাজ্য পুলিশের থানাগুলিকেও। পুলিশের একটি সূত্র জানিয়েছে, স্কুলে গিয়ে ওই ছাত্রী নিখোঁজ হলেও সিটি সেন্টার থেকে যখন তাকে উদ্ধার করা হয় তখন তার পরনে স্কুল ইউনিফর্ম ছিল না। সাধারণ পোশাক পরা ছিল।