• Kolkata Night Shelter: কলকাতার ফুটপাথে থাকবে না আর কোনও শহরবাসী! 'আশ্রয়' দানে বিরাট পদক্ষেপ ফিরহাদের
    এই সময় | ১০ নভেম্বর ২০২৩
  • শহরের ফুটপাথে থাকবে না আর কোনও আশ্রয়হীন! তাঁদের ঠাঁই দিতে উদ্যোগী পুরসভা। কলকাতা পুরসভার নাইট সেল্টারগুলিতে নিয়ে যাওয়া হবে তাঁদের। এই মর্মে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখতে উদ্যোগী মেয়র ফিরহাদ হাকিম।রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার উদ্যোগে ইতিমধ্যেই রাজ্যে ৪২টি 'আশ্রয়' অর্থাৎ নাইট শেল্টার তৈরি করা হয়েছে। আরও প্রায় ১৫টি আশ্রয় তৈরি হবে, সূত্রের খবর এমনটাই। আর রাতের কলকাতায় যাতে খোলা আকাশের নীচে কাউকে ঘুমোতে না হয় সেই জন্যই এই উদ্যোগ, এমনটাই স্পষ্ট করা হয়েছে।কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে বেলেঘাটায় নবম আশ্রয়ের উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম। এর আগে পুরসভার উদ্যোগে আরও আটটি আশ্রয় করা হয়েছিল। এছাড়াও রাজ্য সরকারের উদ্যোগে শহরে আরও ৩৩টি আশ্রয় রয়েছে।এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "শীত আসছে। যে মানুষটার বাড়িতে থাকার জায়গা নেই, যিনি অসুস্থ হয়ে কাঁপছেন, তাঁর কথা হয়তো অনেকেই ভাবেন না। কিন্তু, তাঁদের কথা চিন্তা করে নাইট শেল্টার তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য। প্রায় ৬০০-র উপর মানুষ সেই জায়গায় থাকতে পারবে। আরও ৭টা জায়গা পাওয়া গিয়েছে। সেখানে আরও ১০০০ লোক থাকতে পারবেন।"তিনি আরও বলেন, "কলকাতা পুলিশকে অনুরোধ করব সন্ধ্যার পর যদি কাউকে রাস্তায় দেখেন সেক্ষেত্রে তাঁকে সেল্টারে পাঠাতে। রাস্তায় থাকার দরকার নেই। এক্ষেত্রে যে কোনও বিপদ ঘটতে পারে। তাই তাঁদের অনুরোধ আশ্রয়ে গিয়ে থাকুন।"উল্লেখ্য, দোরগোড়ায় শীত। এই অবস্থায় কম্বল বিতরণের বিভিন্ন কর্মসূচি দেখা যায়। কিন্তু, শহরের ফুটপাথে খোলা আকাশের নীচে সাধারণ মানুষের ঘুমোনোর ঘটনা নতুন নয়। এই দৃশ্য যাতে বদলানো সম্ভব হয় সেই জন্য ক্ষমতায় আসার পর নাইট শেল্টারের সংখ্যা বৃদ্ধির জন্য পদক্ষেপ করা হয়েছে। এই নাইট শেল্টারগুলিতে আশ্রয় নেওয়া সম্ভব।২০১১ সালের জনসমীক্ষা বলছে কলকাতায় আশ্রয়হীন মানুষ ছিল ৭০ হাজার। এরপর ১২ বছর কেটে গিয়েছে। এখন সংখ্যাটা কত? তার নির্দিষ্ট কোনও হিসেব নেই। সেক্ষেত্রে নৈশাবাসগুলি তৈরি হলে বহু মানুষ রাতে আশ্রয় পাবেন। সূত্রের খবর, কোন কোন জায়গায় আরও নাইট শেল্টারের প্রয়োজনীয়তা রয়েছে তা চিহ্নিত করা হবে এবং তা শেষ করার লক্ষ্যে শীঘ্রই কাজ শুরু করা হবে, জানা গিয়েছে এমনটাই।
  • Link to this news (এই সময়)