• Mahua Moitra Latest Update: আরও বেশি ভোটে জিতে...! পদ খারিজের সুপারিশে সিলমোহর পড়তেই মুখ খুললেন মহুয়া
    এই সময় | ১০ নভেম্বর ২০২৩
  • ক্যাশ ফর কোয়ারি ইস্য়ুতে মহুয়া মৈত্রর লোকসভার সদস্যপদ বাতিলের সুপারিশে সিলমোহর সংসদের এথিক্স কমিটির। যা নিয়ে মুখ খুললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। এই সিদ্ধান্তকে 'সালিশি আদালতের পরিকল্পিত সিদ্ধান্ত' ও 'সংসদীয় গণতন্ত্রের মৃত্য়ু' বলে উল্লেখ করেছেন তিনি।বৃহস্পতিবার এই খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শোরগোল পড়ে যায়। এর পরই একটি সংবাদ সংস্থাকে ফোনে প্রতিক্রিয়া দেন মহুয়া। সেখানে তিনি বলেন, 'ওরা (BJP) যদি আমাকে বহিষ্কার করে, তা হলে পরের লোকসভার আরও বেশি ভোটে জিতে ফিরব। এটা একটা সালিশি আদালতের পূর্ব নির্ধারিত খেলা। যার পরিণতি নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। দেশের জন্য বৃহত্তর বার্তাটি হল, ভারতে গণতন্ত্রের মৃত্যু হয়েছে।'এদিনই সংসদের শীতকালীন অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করে কেন্দ্র। ৪ ডিসেম্বর শুরু হয়ে যা শেষ হবে ২২ তারিখ। সেখানেই এই ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া উচিত বলে ওই সাংবাদসংস্থাকে জানান মহুয়া।'প্রথমেই বলে রাখি, এটা শুধুই একটা সুপারিশ। এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। সংসদের শীতকালীন অধিবেশনে এই ইস্যুটা তুলে ধরা হোক। ওরা আমাকে চুপ করাতে পারবে না। আমার কিছুই হবে না।' ফোনে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।এর পাশাপাশি এদিনও পদ্ম শিবিরকে কড়া ভাষায় নিশানা করতে ছাড়েননি মহুয়া মৈত্র। তাঁর কথায়, 'সংসদীয় গণতন্ত্রকে যে কতটা হাসির খোরাকে পরিণত করা যায়, তা বিজেপির আমলে তার সাক্ষী থাকছে দেশবাসী।' এর পর আপনি কী করবেন? সংবাদ সংস্থাটির তরফে প্রশ্ন করা বলে অকপটে তিনি বলেন, 'আগে আমাকে বহিষ্কার তো করুক।'উল্লেখ্য, এদিন মহুয়া ইস্য়ুতে বৈঠকে বসেন এথিক্স কমিটির সদস্য়রা। সেখানে তাঁদের তৈরি ৫০০ পাতার খসড়া রিপোর্ট নিয়ে আলোচনায় মত পার্থক্য দেখা দেওয়ায় ভোটাভুটি হয়। সূত্রের খবর, সেখানেই ৬ জন সাংসদ মহুয়ার সদস্যপদ খারিজের পক্ষে মত দেন। যার মধ্যে ছিলেন সাসপেন্ডেড এক কংগ্রেস সাংসদ। অন্যদিকে বিপক্ষে ভোট দেন ৪ জন। যার মধ্যে ছিলেন বাম ও BSP সাংসদ।প্রসঙ্গত, এথিক্স কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকার জানিয়েছেন, শুক্রবার ওই রিপোর্ট লোকসভার স্পিকারের কাছে জমা দেওয়া হবে। এর পর যাবতীয় সিদ্ধান্ত নেবেন তিনি। ডিসেম্বরে অধিবেশন শুরুর আগেই কি খারিজ হতে পারে মহুয়া মৈত্রর লোকসভার সদস্য পদ? এই নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে।
  • Link to this news (এই সময়)