• নামী কোম্পানির মোড়কে বিকোচ্ছে নকল তেল ও প্রসাধনী! সামশেরগঞ্জে পুলিশি তল্লাশিতে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
    এই সময় | ১০ নভেম্বর ২০২৩
  • ভুয়ো লটারি টিকিট, ঘিয়ের পর এবার দামি কোম্পানির নকল প্রসাধনী সামগ্রীর হদিশ পেল সামশেরগঞ্জ থানার পুলিশ। দোকান থেকে জিনিস কিনে মাখার আগে পরীক্ষা করে নিন। জনপ্রিয় প্রসাধন কোম্পানির মোড়কে নকল দ্রব্য বিক্রির অভিযোগে বহরমপুরে ছড়াল ব্যাপক চাঞ্চল্য। বৃহস্পতিবার বহরমপুরের নতুন ডাকবাংলা মোড়ের একটি দোকানে হানা দিয়ে প্রচুর নকল প্রসাধনী সামগ্রী বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই ব্যবসায়ীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ওয়াকার ইউনুস। তার বাড়ি সামশেরগঞ্জ থানার কোহেতপুর গ্রামে। বৃহস্পতিবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।দিন কয়েক আগে ধুলিয়ানের নতুন ডাকবাংলা মোড় এলাকায় একটি গোডাউনে হানা,দিয়ে পুলিশ নকল লটারি টিকিট ছাপানোর সরঞ্জাম মেশিন সহ একজনকে গ্রেফতার করে। এবার গোপন সূত্রে হানা দিয়ে মিলল নামীদামি কোম্পানির নকল প্রসাধনী সামগ্রী। একটি দোকানে হানা দিয়ে জ্যাক, নীহার, এফএন কোম্পানির গ্লিসারিন সহ বিভিন্ন জনপ্রিয় কোম্পানির বিপুল পরিমাণ নকল তেল এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, ওই কারখানায় জনপ্রিয় কোম্পানির মোড়ক ও পাত্র ব্যবহার করে তার মধ্যে নকল তেল, গ্লিসারিন, সাবান পুরে তাকে ফের সিল করে পাঠিয়ে দেওয়া হত দোকানে দোকানে। খালি চোখে দেখলে পার্থক্য করা মুশকিল। এর ফলেই এলাকায় রমরমিয়ে চলছিল নকল প্রোডাক্টের ব্যবসা। বিভিন্ন ধরনের অভিযোগ আসায় টনক নড়ে পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে কারখানায় হানা দিতেই হয় নকলের পর্দাফাঁস।অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই ব্যবসায়ীকে। বুধবার রাতে সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকার একটি দোকানে হানা দিয়ে গ্রেফতার করা হয় তাকে। বৃহস্পতিবার ধৃত ব্যবসায়ীকে জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠায় পুলিশ। নকল তেল কারবারীর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা কিংবা কীভাবে বিভিন্ন নামীদামি কোম্পানির ডুপ্লিকেট তেলের কারবার চালানো হতো তার তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে জ্যাক, নীহার, এফএন কোম্পানির গ্লিসারিন সহ বিভিন্ন নামী দামি কোম্পানির ডুপ্লিকেট তেল বাজেয়াপ্ত ও ব্যবসায়ী গ্রেফতারের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে সামশেরগঞ্জে।
  • Link to this news (এই সময়)