• মা স্কুলে পা রাখেননি, মেয়ে IAS! সাফল্য রহস্য ফাঁস জলপাইগুড়ির জেলাশাসকের
    এই সময় | ১০ নভেম্বর ২০২৩
  • তাঁর মা কোনওদিন স্কুলে যাননি। কিন্তু, মেয়ের শিক্ষায় যাতে কোনও খামতি না থাকে সেই জন্য নজর দিয়েছিলেন প্রথম থেকেই। মেয়েও হতাশ করেননি। ছোট থেকেই তিনি সংগ্রাম করেছেন। আর আজ তিনি IAS অফিসার। কথা হচ্ছে জলপাইগুড়ির জেলাশাসক সামা পারভিনের।বুধবার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে IAS, IPS হওয়ার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া তরুণ-তরুণীদের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখার সময় নিজের জীবনের চড়াই-উতরাইয়ের কথা ভাগ করে নেন তিনি।সামা জানান, ছোট থেকেই তাঁকে লড়াই করতে হয়েছে। অত্যন্ত সাধারণ পরিবারের কন্যা তিনি। মা কোনওদিন স্কুলে যাননি। তিনি নিজে অত্যন্ত মেধাবী হলেও উচ্চমাধ্যমিকের পর পরিবারের হাল ধরার জন্য রেলে চাকরি করা শুরু করেছিলেন। সেই সময় অবশ্য তিনি উচ্চশিক্ষার জন্য পড়াশোনা শুরু করেন। ডিসটেন্স কোর্সে পড়াশোনা করেন তিনি। এরপর UPSC পরীক্ষায় বসেন। প্রথমে কাঙ্খিত সাফল্য পাননি তিনি। বেশ কয়েকবার পরীক্ষায় বসতে হয়েছিল তাঁকে এবং তারপর সাফল্য পান সামা।আসলে তিনি ইচ্ছাশক্তির জন্যই এতটা পথ এসেছেন, এমনটাই স্পষ্ট করেছেন সামা। এই কর্মশালায় যোগদান করার জন্য বিভিন্ন কলেজ থেকে প্রায় ২৬০ জন পড়ুয়া এসেছিলেন। তাঁদের লক্ষ্য UPSC। ইতিমধ্যেই এই পড়ুয়াদের প্রশিক্ষণের জন্য জেলা প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে।রাজ্য সরকারের সত্যেন্দ্র নাথ ঠাকুর ইন্সটিটিউটের জলপাইগুড়ির ব্রাঞ্চে প্রশিক্ষণ দেওয়া হবে। যেখানে UPSC-র প্রস্তুতি করানো হবে। এই পরীক্ষায় বসা থেকে শুরু করে প্রস্তুতি বিভিন্ন বিষয় নিয়ে শিবিরে আলোচনা হয়। এই উদ্যোগের ফলে বহু পড়ুয়া উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।পড়ুয়াদের দিশা দেখানো এবং এই প্রস্তুতি পর্বে কী ভাবে মানসিকভাবে তাঁরা নিজেদের গড়ে তুলতে পারবেন, তা নিয়ে এদিনের কর্মশালায় বিস্তর আলোচনা হয়। সেই সময়ই উঠে আসে এই প্রসঙ্গ। সামার জীবন কাহিনি থেকে শিক্ষা নিয়ে নতুন করে পথ চলা শুরু করার জন্য উদ্যমী ওই কর্মশালায় যোগ দেওয়া পরীক্ষার্থীরা। তাঁরা চাইছেন আরও এক দৃষ্টান্ত স্থাপন করতে।উল্লেখ্য, সত্যেন্দ্র নাথ ঠাকুর ইন্সটিটিউটের বিভিন্ন শাখা জেলায় জেলায় খুলছে। প্রাথমিকভাবে একটি লিখিত পরীক্ষা এবং তাতে পাশ করার পর মৌখিক পরীক্ষা দিয়ে প্রবেশ করা যাবে এই ইনস্টিটিউটে। এই উদ্যোগের ফলে উপকৃত হবেন বহু তরুণ তরুণী।
  • Link to this news (এই সময়)