• বারাসতের কালীপুজোয় কোথায় কোন মণ্ডপ! কোথায় পাবেন বাস, দেখে নিন পুলিশের প্রকাশিত গাইড ম্যাপে
    এই সময় | ১০ নভেম্বর ২০২৩
  • কালীপুজোয় জমজমাট বারাসত। এখনাকার পুজো দেখতে জেলা থেকে শহরের দর্শনার্থীদের ঢল নামে। পুজোয় ঘুরতে বেরিয়ে কোন রাস্তায় তাড়াতাড়ি পৌঁছবেন মণ্ডপে আর কোন রাস্তাই বা থাকবে বন্ধ। গাড়ি নিয়ে এলে রাখবেন কোথায় আর ঠাকুর দেখেই বা বাস ধরবেন কোথা থেকে। এমন বহু দরকারী তথ্যের হদিশ দিতে বারাসত পুলিশ সুপারের অফিস থেকে বারাসত মধ্যমগ্রামের কালীপুজোর গাইড ম্যাপ ও নিয়মাবলি প্রকাশ করলেন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়।উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ও বারাসত SDPO অনিমেষ রায়।সেরা পুজো মণ্ডপগুলি কোনটিপ্রতিবছরের মতো এবছর কালীপুজো ঘিরে কিছু নিয়মাবলি থাকছে। আগামী ১২ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত এই নিয়মাবলি কার্যকরী থাকবে জেলা পুলিশের তরফ থেকে। বারাসত ও মধ্যমগ্রামের মধ্যে বড় পুজো হিসেবে মোট ২৫ টি পুজোকে বাছা হয়েছে। যাদেরকে পুজোতে অনেক আগে থেকেই জেলা পুলিশের সমস্ত বিধিনিষেধ জানানো হয়েছে এবং জেলা পুলিশের সেইসব পুজো মণ্ডপ পরিদর্শনও করেছে। পরিদর্শন করেছে PWD ও দমকল বিভাগও। এছাড়াও অসংখ্য ছোটবড় মণ্ডপেও বারাসত এলাকায় কালীপুজো হচ্ছে। যদিও সমস্ত পুজো কর্তাদের ১৫ নভেম্বর মাঝরাতের মধ্যে বিসর্জন দিতে হবে প্রতিমা।আঁটসাঁটো নিরাপত্তা ব্যবস্থাবারাসতের কালীপুজো ঘিরে দর্শনার্থীদের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস থাকে,লাখো লাখো দর্শনার্থীদের ঢল নামে কালীপুজোর কয়েকটা দিন। সেই কারণে পুলিশি নিরাপত্তায় কোন ত্রুটি না থাকে সেই দিক নজর রেখে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। থাকছে সিসিটিভি,ইতিমধ্যে যেখানে যেখানে সিসিটিভি আছে, সেগুলো বাদেও কালীপুজো উপলক্ষে শতাধিক সিসিটিভি লাগানো হচ্ছে। যা জেলা পুলিশের নজরদারিতে থাকবে। জায়গায় জায়গায় পুলিশ টাওয়ার থাকবে। ২৫ টি বড় পুজোতে পুলিশ আধিকারিক থাকবে,মহিলা পুলিশ বাহিনী টহল দেবে। এছাড়াও সিভিল ড্রেসে থাকবে পুলিশ,যেহেতু এই সময় ইভটিজিং, পকেটমারির মতো অনেক ধরনের ক্রাইম হয়, তাই ভিড়ে পুলিশের বিশেষ নজর থাকবে এই কয়েকটাদিন।বাসস্ট্যান্ডের স্থান পরিবর্তনপুজোর কদিন রাস্তার মতো পরিবর্তিত হয় বাসস্ট্যান্ডও। বারাসতে দুটি জাতীয় সড়ক পড়ে,এই দুই সড়কের পাশেই হয় পুজোগুলি। তাই পুজোর কয়েকদিন ভারী,মাঝারি,হালকা যানবাহন অর্থাৎ চারচাকা গাড়ির উপরে বিধিনিষেধ থাকবে প্রতিবছরের মতোই। বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করবে সমস্ত যানবাহন। বাসের ক্ষেত্রেও রয়েছে কিছু বদল। এই কয়েকটা দিন তিতুমীর বাস স্ট্যান্ড থাকবে বন্ধ। এই বাস স্ট্যান্ড ছেড়ে অন্যত্র অস্থায়ী ভাবে বাস স্ট্যান্ড করা হবে। যেমন বারাসত ব্যারাকপুর রোডে তৈরি হবে পুজো স্পেশাল অস্থায়ী বাসস্ট্যান্ড। সেখান থেকেই পুজোর কদিন ছাড়বে বাস।দর্শনার্থীরা যেনও কোনভাবেই পুজো দেখতে এসে বিপদে না পরে তার জন্য জেলা পুলিশের তরফ থেকে সবরকম পরিকল্পনা নেওয়া হয়েছে। শিশুদের জন্য আইকার্ডের ব্যবস্থা করা হয়েছে। সেই আই কার্ড পুলিশ বুথ থেকেও অভিভাবকদের সংগ্রহ করতে হবে। যেখানে শিশুটির বাড়ির ঠিকানা থেকে ফোন নম্বর সমস্তটা উল্লেখ করা থাকবে। কোনও শিশু যদি হারিয়ে যায় তাহলে তৎক্ষণাৎ পুলিশ তাদের উদ্ধার করে তাঁর বাড়িতে যেনও পৌঁছে দিতে পারে তার জন্যই এই পরিকল্পনা। এছাড়াও যেমন পর্যাপ্ত পুলিশ থাকছে। ঠিক তেমনই পুজো মণ্ডপ থেকে রাজপথে সর্বত্রই থাকছে সিভিক ভলেন্টিয়াররা।কোন ভাবেও দর্শনার্থীরা ঠাকুর দেখতে এসে কোন অসুবিধায় পড়বে না বলে আশাবাদী বারাসত জেলা পুলিশ।
  • Link to this news (এই সময়)