• RSS প্রভাবিত NGO  কোভিডে ভারতকে সহায়তার জন্য সংগ্রহ করেছে '২২ মিলিয়ন ডলার' 
    হিন্দুস্তান টাইমস, 11 June 2021
  • রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে যোগসূত্র রয়েছে এমন একটি এনজিও ইতিমধ্যে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে বলে দাবি। সেবা ইন্টারন্য়াশানাল নামে ওই সংস্থা বৃহস্পতিবার দাবি করেছে করোনা অতিমারিতে ভারতের পাশে দাঁড়ানোর জন্যই তারা এই অর্থ সংগ্রহ করেছে। সংগঠনের গ্লোবাল চ্যাপ্টারের দাবি, ভারতে করোনার ওষুধ কিনতে, মেডিক্যাল সরঞ্জাম কেনার জন্য তারা এই টাকা ব্যয় করবে। সংগঠনের মার্কিন চ্যাপ্টার প্রচারের প্রথম ১০০ ঘণ্টাতেই তুলে ফেলেছে ৪.৭ মিলিয়ন মার্কিন ডলার। জ্যাক ডরোসি, টুইটারের সিইও,সেবা ইন্টারন্যাশানালকে দিয়েছেন ২.৫ মিলিয়ন মার্কিন ডলার। সংগঠন সূত্রে খবর, জাপান. অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, ইউরোপ, আরব, সিঙ্গাপুর থেকেও সহায়তা এসেছে।

    কী কী কেনা হবে এই বিপুল অর্থে? সংগঠনের দাবি, অক্সিজেন কনসেনট্রেটর, অক্সিমিটার, ভেন্টিলেটর সহ প্রয়োজনীয় সামগ্রী কিনে সরকারি হাসপাতালে, সেবামূলক প্রতিষ্ঠানে পাঠানো হবে। এব্যাপারে তালিকাও তৈরি হচ্ছে। আপাতত ৯ হাজার অক্সিজেন কনসেনট্রেটর, ২২ হাজার অক্সিমিটার ২৫০ ভেন্টিলেটর সহ অন্যান্য সামগ্রী কেনা হবে। প্রসঙ্গত ১৯৯৩ সাল থেকে এই সংস্থা কাজ করছে। পৃথিবীর ২৫টি দেশে এই সংস্থা কাজ করে। সংগঠনের সম্পাদক শ্যাম পারান্ডে বলেন, দুর্দশাগ্রস্ত মানুষের পাশে আমাদের সংগঠন সবসময় থাকে। সকলে যৌথভাবে ও নিঃস্বার্থভাবে কাজ করাটাই আমাদের লক্ষ্য।
  • Link to News (হিন্দুস্তান টাইমস)