• ‘ রোজ দু-তিন কিলো করে গালির কারণেই আমি কখনো ক্লান্ত হয়নি?, বললেন মোদী
    দৈনিক স্টেটসম্যান | ১২ নভেম্বর ২০২২
  • দিল্লি, ১২ নভেম্বর? বিরোধীদের গালাগালই নাকি তাঁর অদম্য এনার্জির রহস্য। রোজ বিরোধীরা তাঁকে ২-৩ কিলোগ্রাম করে গালমন্দ করেন আর এটা নাকি তাঁকে পুষ্টি যোগায়। শনিবার তেলঙ্গানায় গিয়ে এ কথা জানালেন প্রধানমন্ত্রী নিজেই। তিনি আরও বলেন কিন্তু সেই গালমন্দ আমার বিন্দুমাত্র আপত্তি নেই! আপত্তি নেই তাঁর দল বিজেপিকে গালি দিলেও!

    তেলঙ্গানায় দলীয় কর্মসূচিতে মোদী বলেন, ‘‘আমি কখনও ক্লান্ত হই না। কারণ আমি প্রতি দিন ২-৩ কিলোগ্রাম গালি খাই। কিন্তু আমার প্রতি ভগবানের এমন আশীর্বাদ, যে এটি (গালি) আমার ভিতরে গিয়ে পুষ্টিতে রূপান্তরিত হয়।’’ এর পরেই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির নেতা কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) নাম না করে প্রধানমন্ত্রীর খোঁচা, ‘‘আমাকে বা বিজেপিকে অসম্মান করলেও তেলঙ্গানার মানুষকে অসম্মান করবেন না। চড়া মূল্য দিতে হবে।’’

    তেলঙ্গানা সরকার কেন্দ্রের উন্নয়ন প্রকল্পগুলি রূপায়ণে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন মোদি । তাঁর অভিযোগ, চাপান-উতোরে রাজনীতিতে হাতিয়ার করতে গিয়ে উন্নয়নকে উপেক্ষা করছেন কেসিআর।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)