মহিষাদলে বেনজিরকাণ্ড, চেয়ার ছোড়াছুড়ি, বিধায়কের সামনেই ব্যাপক মারপিট
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ নভেম্বর ২০২৩
সোমবার ছিল মহিষাদল ব্লকের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের শতবর্ষ পুর্তি উৎসবের সমাপ্তি অনুষ্ঠান ও সমবায় সপ্তাহ পালন উদযাপন। সেই অনুষ্ঠানে তখন বেশ খানিক্ষণ মঞ্চে উঠেছেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী। সেই সময়ই ঘটে ধুন্ধুমার। তৃণমূল-বিজেপির সংঘর্ষ, মারপিট, চেয়ার ছোড়াছুড়ি সহ ব্যাপক ভাঙচুর শুরু হয়। যা সামাল দিতে হিমশিম খান সমবায় সমিতির কর্মী, আধিকারিকরা।