উপাচার্য পদ থেকে অবসর গ্রহণ করেছেন কিছুদিন আগেই। এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে পৌঁছে গেল রাজ্য পুলিশ। সোমবার শান্তিনিকেতন থানা থেকে কয়েকজন পুলিশ আধিকারিক গিয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে। উপাচার্য থাকাকালীন এর আগে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের তদন্তেই বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের।