জগদ্ধাত্রীর সঙ্গেই ব্যাসদেব ও নারদমুনির আরাধনা, বনেদি বাড়ির এপুজোর পরতে পরতে ইতিহাস
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ নভেম্বর ২০২৩
পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী, দেবী জগদ্ধাত্রীর সেবক হিসেবেই মানা হয় ব্যাসদেব ও নারদমুনিকে। তাই দেবী জগদ্ধাত্রীর সঙ্গেই ব্যাসদেব ও নারদমুনির পুজো হয় পূর্ব বর্ধমানের জামালপুরের চট্টোপাধ্যায় বাড়িতে। পারিবারিক রীতি ও ষোড়শ উপাচার মেনে দেড়শো বছরেরও বেশি সময় ধরে চট্টোপাধ্যায় বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। পারিবারিক পুজো হলেও শক্তির এই দেবীর আরাধনায় মাতোয়ারা গোটা গ্রাম।