• মাহাত্ম্য গুণে জগদ্ধাত্রী ‘আদি মা’, চন্দননগরের এখান থেকেই বারোয়ারি পুজোর প্রচলন
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ নভেম্বর ২০২৩
  • মা সাজেন প্রায় ভরি ভরি স্বর্ণলংকারের সাজে। ভক্তি, শ্রদ্ধা আর বিশ্বাস এই তিনের মেলবন্ধনে মা কে জড়িয়ে রাখেন ভক্তরা। মা যে সবার মনস্কামনা পূরণ করেন। চন্দননগর নিচুপটি, চাউলপট্টির জগদ্ধাত্রী মা। যা আদিমা নামে সারা বিশ্বে সমাদৃত। চন্দননগরের প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল এই চাউলপট্টিকে ঘিরেই।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)