ভোটের আগে হাইকোর্টে বড় স্বস্তি, জামিন পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ নভেম্বর ২০২৩
স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন মামলায় অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট সোমবার বিরোধী দলের নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে জামিন দিয়েছে। ৩১ অক্টোবরই, হাইকোর্ট নাইডুর চিকিৎসার জন্য চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। নাইডু এখন হায়দরাবাদে চিকিৎসা নিচ্ছেন। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তেলুগু দেশম পার্টির শাসনকালে অন্ধ্রপ্রদেশে দক্ষতা উন্নয়ন কর্পোরেশনে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই কেলেঙ্কারির অভিযোগে ৯ সেপ্টেম্বর নাইডুকে অন্ধ্রপ্রদেশ সিআইডি গ্রেফতার করেছিল।