• Explained: এই কারণেই কি অস্ট্রেলিয়ার কাছে হারল ভারত, কেন উঠছে এই প্রশ্ন?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ নভেম্বর ২০২৩
  • রবিবার ম্যাচ শেষের পর, বিভিন্ন ধারাভাষ্যকার এই ফলাফলের জন্য ‘গড় আইন’-কে দায়ী করেছেন। ভারত যখন লিগ পর্বে খেলছে, অনেকে দাবি করেছিলেন যে নক-আউটে সব ম্যাচ জয়ের বদলে ভারত একটি ম্যাচ হারলেই বরং ভালো হত। সেক্ষেত্রে মাত্র দুটি ম্যাচ- সেমি ফাইনাল এবং ফাইনালে ইন্ডিয়া টিম জিতলেই ছিল যথেষ্ট। ধারাভাষ্যকারদের এই বক্তব্যের কারণ, তথাকথিত ‘গড় আইন’।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)