স্টেডিয়ামে উপস্থিত প্রায় দেড় লাখি দর্শকদের শান্ত করে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতে নিয়েছে। চমকের পর চমক ঘটিয়ে। স্টেডিয়ামে নীল ঢেউ। টিম ইন্ডিয়ার জার্সিতে গ্যালারি ভরিয়েছিলেন দর্শকরা। তবে সেই নীল সমুদ্রকে গর্জন করতে দিলেন না অস্ট্রেলিয়ানরা। ট্র্যাভিস হেডের সেঞ্চুরি এবং মার্নাস লাবুশেনের হাফসেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়া ভারতের ২৪১ রানের টার্গেট অবলীলায় তুলে ফেলেছিল হাতে ৭ উইকেট নিয়ে। ষষ্ঠবারের মত বিশ্বকাপ জেতার পর আর থামানো যায়নি অজিদের।