‘আমার মিষ্টি ছাড়া সবাই রইল..’, মার্চেই হত বিয়ে! বছর পরে ঐন্দ্রিলার জন্য মন কাঁদছে সব্যসাচীর
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ নভেম্বর ২০২৩
সেদিন, সময়টা ঠিক এমনি। বেলা গড়াতেই সকলকে হারিয়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন ঐন্দ্রিলা। কাজ করেনি কোনও আশীর্বাদ, কোনও প্রার্থনা। হাজার আকুতি, মিনতি সবকিছুর পরেও ফুটফুটে বছর ২৪ এর মেয়েটি রাজবেশে পাড়ি দিয়েছিল ওপারে।