টিম-ইন্ডিয়ার হারের পর হাপুস নয়নে মা’কে জড়িয়ে কান্না, ভিডিও দেখে ফের হৃদয় ভাঙল…
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ নভেম্বর ২০২৩
২০ বছর পরও বদলা নিতে পারল না টিম ইণ্ডিয়া। বুক নেংড়ানো হার মন খারাপ করে দিয়েছে গোটা দেশের। ভারতের হার যেন হঠাৎ করেই শোকের দাবানল জ্বালিয়ে দিয়েছে গোটা দেশ জুড়ে। রবিবার ফাইনালে খেলতে নেমেছিল ভারত ফেভারিট তকমা লাগিয়ে। তবে দিনের শেষে সেই হতাশাই সঙ্গী টিম ইন্ডিয়ার।